Slogan

প্রাথমিক শিক্ষকদের বইপড়া কর্মসূচি

শিক্ষকের মনকে রুচিস্নিগ্ধ ও উন্নত করে তোলা গেলে ছাত্রসমাজও তার স্পর্শে সম্পন্ন হয়ে উঠতে পারে, বিশেষ করে প্রাথমিক শিক্ষার দিনগুলোতে। এই লক্ষ্য সামনে রেখে ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংগে যৌথ-উদ্যোগে প্রতিবছর দেশের ৬৭টি পিটিআই-এর ১২ হাজার প্রশিক্ষণার্থীর সবার জন্য ১২টি করে বইপড়ানোর কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বইপড়ার প্রাপ্তি হিশেবে পরীক্ষার নম্বর ছাড়াও অংশগ্রহণকারীদের বই উপহার পাবার সুযোগ রয়েছে। অনুপ্রেরণামুলক, কল্পনাসমৃদ্ধ ও চিত্তাকর্ষক এই উপন্যাস ও গল্পের বইগুলো শিক্ষকদের ও তাঁদের ভবিষ্যৎ শিক্ষার্থীদের মনকে প্রভাবিত করবে এ আশা কেন্দ্রের রয়েছে।