Slogan

আলোর পাঠশালা

কম্পিউটারের বিশ্বব্যাপী বিস্তৃতির ফলে কেন্দ্রের কাছে ছাপা বইয়ের পাশাপাশি অনলাইন বই-পড়া কর্মসূচি হাতে নেওয়ার সুযোগ এসে গেছে। এই প্রেক্ষাপটে আমরা মার্চ ২০১৪ সাল থেকে গ্রামীনফোনের সহযোগিতায় সাধারণ পাঠকদের জন্য 'আলোর পাঠশালা' নামে একটি অনলাইন বইপড়া কর্মসূচি চালু করেছি। এই কর্মসূচির আওতায় পাঠকদের জন্য রুচিশীল ও উন্নতমানের ৫০০টি বই আপলোড করা আছে। পাঠকেরা প্রতি ৪টি বই পড়ে একটি করে বই পুরস্কার জিতে নিতে পারবেন। এ পর্যন্ত এ কর্মসূচিতে ১৬৭০০ পাঠক অংশগ্রহণ করেছে।

আলোর পাঠশালা ওয়েবসাইট