Slogan

পরিচালনা ও ব্যবস্থাপনা

বিশ্বসাহিত্য কেন্দ্র (বিসাকে) প্রতিষ্ঠিত হয়েছে ট্রাস্ট নীতিমালা অনুযায়ী। সামাজিকভাবে স্বীকৃত নয়জন বিশিষ্ট ব্যক্তি নিয়ে গঠিত ট্রাস্টি বোর্ড বিসাকে-র নীতিমালা প্রণয়ন ও দিক নির্দেশনা দিয়ে থাকে। বিসাকে-র প্রতিষ্ঠাতা সদস্য জনাব আবদুল্লাহ আবু সায়ীদ বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। প্রতি তিন মাস অন্তর ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টি বোর্ড ছাড়াও দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রম চালানোর জন্যে ক্রয় কমিটি, টেন্ডার কমিটি ও জনবল নিয়োগ কমিটিসহ একাধিক কমিটি রয়েছে। প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজের পরিচালনায় প্রধান নির্বাহীর সহায়তা দেবার জন্যে রয়েছে নিয়মিত কর্মি ও স্বেচ্ছাসেবকবৃন্দ। বর্তমানে বিসাকে-র বিভিন্ন প্রকল্প/ ইউনিট/ বিভাগে নিয়মিত কর্মির সংখ্যা ২৯০ জন এবং স্বেচ্ছাসেবকের সংখ্যা ৮৩৫০ জনের অধিক। বিসাকে-র যাবতীয় আর্থিক লেনদেন ও কর্মকান্ড- সুনির্দিষ্ট মান অনুযায়ী পরিচালিত। বাইরের তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই সমস্ত কর্মকান্ড নিরীক্ষা করা হয়।