৩ ডিসেম্বর ২০২৩।
বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সকাল ১১.০০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র ৬৪ জেলার ৩০০ উপজেলার ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ লক্ষ শিক্ষার্থীর জন্য প্রায় ৩১ লক্ষ নির্বাচিত বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি. এবং সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এবং এসইডিপি’র ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ খালেদ রহীম, এসইডিপি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) জনাব আ ন ম আল ফিরোজ, স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের পরিচালক প্রফেসর সৈয়দ মইনুল হাসান, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম লিডার ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব শামীম আল মামুন। অনুষ্ঠানে দেশের ৮টি বিভাগের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বইপড়া কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত শিক্ষককের হাতে বই তুলে দেয়া হয়। বিশ্বসাহিত্য কেন্দ্র পর্যায়ক্রমে বইগুলো জ্যাকেটিং করে প্রতিষ্ঠানের সদস্য অনুপাতে প্যাকেট করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ১৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করবে।