১৯ জুলাই, বুধবার, ২০২৩:
দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর সহযোগিতায় শহীদ এম.মনসুর আলী (জেলা শিল্পকলা একাডেমি) মিলনায়তনে সিরাজগঞ্জ জেলার ৫টি স্কুল: ১. হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় ২. জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় ৩. ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ৪. গৌরী আরবান গার্লস হাইস্কুল ও ৫. সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া ও লাইব্রেরি কার্যক্রম সম্প্রসারণ করা হল।
শুরুতেই মিলনায়তনে উপস্থিত ৫টি স্কুলের প্রায় ৪০০জন ছাত্রছাত্রীর মধ্যে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজ বিজয়ী ৩০জন ছাত্রছাত্রী অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। পুরস্কার হিসেবে দেয়া হয় মূল্যবান বই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব হুমায়ুন কবির, ইভিপি এন্ড হেড অব রেগুলেটরি এন্ড করর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, বিকাশ লিমিটেড, জনাব এলিজা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ ও জনাব মো. সাজেদুল আলম, সংগঠক, বিশ্বসাহিত্য কেন্দ্র ও সহকারী অধ্যাপক (বাংলা) ধানগড়া মহিলা কলেজ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব শামীম আল মামুন, পরিচালক, বিশ্বসাহিত্য কেন্দ্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক [প্রোগ্রাম] মেসবাহ উদ্দিন আহমেদ সুমন ।